মিয়ানমারে ভয়াবহ খনি ধস, মৃত্যু ৫০
মায়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে জেড পাথরের খনিতে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৫০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
দেশটির দমকল বিভাগ এবং তথ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সি, রয়টার্স, বিবিসি।
দমকল বাহিনী জানিয়েছে, উত্তর মায়ানমারের কাচিন রাজ্যের পাকান্ত এলাকার খনিতে পাথর সংগ্রহ করছিলেন শ্রমিকরা। এ সময় তুমুল বৃষ্টির জেরে ‘কাদার স্রোত’-এ চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে।
দমকল বিভাগকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, এখনও পর্যন্ত ৫০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, কাচিন রাজ্যের হাকান্ত এলাকার ওই খনি ধসে পড়ার ঘটনায় হয়তো আরও অনেকেই মাটি চাপা পড়েছেন। উদ্ধারকাজ চলমান রয়েছে। গত বছর একই খনিতে একটি দুর্ঘটনায় ১০০ জনের বেশি নিহত হয়েছিল।
মিয়ানমার বিশ্বের জেডের (পান্না) বৃহত্তম উৎস। কিন্তু এর খনিগুলোতে প্রায় দুর্ঘটনা ঘটছে। মিয়ানমারের জেড ব্যবসায় বছরে ৩০ বিলিয়ন ডলারের মতো আয় হয় বলে জানা গেছে। পাকান্ত হ’ল বিশ্বের বৃহত্তম জেড খনির সাইট।