বাংলাদেশের জাতিসংঘ পুরস্কার অর্জন
আজ ২৩ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস দিবস’ উদ্যাপন করবে জাতিসংঘ।
দিবসটি উপলক্ষে প্রতিবছর জাতিসংঘ সাতটি ক্যাটেগরিতে ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রদান করে।
এবার ভূমি মন্ত্রণালয়ের ই-মিউটেশন কার্যক্রমটি দেশে-বিদেশে প্রশংসিত হওয়ায় কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ প্রথমবারের মতো ‘Developing Transparent and Accountable Public Institutions’ ক্যাটেগরিতে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করেছে।
উল্লেখ্য, ২০০৩ সাল থেকে প্রতিবছর ২৩ জুন আনুষ্ঠানিকতার সঙ্গে ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস দিবস’ উদ্যাপন করে জাতিসংঘ ।
তবে বিশ্বব্যাপী করোনা মহামারির প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে জাতিসংঘ এ বছর ‘পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ বিতরণ অনুষ্ঠান স্থগিত করেছে। তাই এবার ভার্চুয়াল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।