করোনাজাতীয়

২০০ কর্মকর্তার বিদেশে প্রশিক্ষণ স্থগিত

যুগ্মসচিব পদমর্যাদার ১০০ জন ও উপসচিব পর্যায়ের ১০০ জনসহ মোট ২০০ কর্মকর্তার বিদেশে প্রশিক্ষণ গ্রহণ কর্মসূচি স্থগিত করেছে সরকার।

১৭ জুন স্বাক্ষরিত আদেশ দুটি সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় তাদের প্রশিক্ষণ গ্রহণের কথা ছিল। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে এই প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করে পৃথক দুটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এস এম আব্দুল্লাহ আল- মামুন স্বাক্ষরিত প্রথম জারি করা আদেশে বলা হয়, “জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে যুক্তরাষ্ট্রের ডিউক সেন্ট্রাল ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিসিআইডি), স্যানফোর্ড স্কুল অব পাবলিক পলিসি, ডিউক ইউনিভার্সিটিতে প্রশিক্ষণের জন্য যুগ্মসচিব ও সমপর্যায়ের ১০০ কর্মকর্তা মনোনীত হয়েছিলেন। এদের মধ্যে প্রথম ব্যাচে ৫০ জন কর্মকর্তার ১ থেকে ১২ জুন পর্যন্ত এবং দ্বিতীয় ব্যাচের ৫০ জন কর্মকর্তার ১৫ থেকে ২৬ জুন পর্যন্ত প্রোগ্রাম বর্তমানে কোভিড-১৯ এর বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতির কারণে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button