জাতীয়

আইজিপি’র কঠোর নির্দেশে ৫২ মানবপাচারকারী আটক

লিবিয়ায় গুলিতে ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় এ পর্যন্ত ৫২ মানবপাচারকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। হত্যাকাণ্ডের ঘটনায় ২৬টি মামলায় এদের গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের কঠোর নির্দেশনার আলোকে বাংলাদেশ পুলিশের সিআইডি, ডিএমপি ও র‌্যাবসহ অন্যান্য ইউনিট ব্যাপক তৎপরতা চালায় এবং মানবপাচারের সাথে যুক্ত ব্যক্তিদের খুঁজে বের করে গ্রেফতার করে।

সম্প্রতি এক ভিডিও কনফারেন্সে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটের কমান্ডারদের এ সংক্রান্ত কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছিলেন আইজিপি।

দেশের প্রত্যেক মানুষের জীবনের মূল্য অপরিসীম এবং দেশে বা দেশের বাইরে বাংলাদেশের সম্মানিত কোনো নাগরিকের এমন মৃত্যুকে সহ্য করা হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button