করোনাজাতীয়

আজ থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু

আগামীকাল ৩১ মে থেকে সীমিত পরিসরে শুরু হবে ট্রেন চলাচল। তাই আজ শনিবার বিকাল থেকে টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রায় ২ মাস বন্ধ ছিলো ট্রেন চলাচল।

রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামান  শুক্রবার রাতে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘শনিবার বিকাল থেকে টিকিট বিক্রি শুরু হবে। রবিবার থেকে সীমিত আকারে কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রতিটি ট্রেনের অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হবে।’

রেলের মহাপরিচালক আরো বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ট্রেনে তাপানুকূল কোচ রাখা হবে না।’

শুরুতে মাত্র আটটি আন্তঃনগর ট্রেন চালু করা হবে। পরে এ সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান রেল কর্তৃৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Back to top button