করোনাজাতীয়

ঈদ উপলক্ষে দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

করোনা ভাইরাসের কারণে দেশে চলমান লোকডাউনের জন্য বেশি বিপদে রয়েছেন স্বল্প আয়ের মানুষগুলো।
গত বৃহস্পতিবার করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ অসহায় পরিবারের জন্য নগদ ১২৫০ কোটি টাকা অর্থ সহায়তা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ কার্যক্রমের আওতায় ঈদুল ফিতরের আগে মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট, নগদ ও শিওরক্যাশের মাধ্যমে প্রতিটি পরিবার নগদ ২৫০০ টাকা করে সহায়তা পাবে।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাওয়া এক উপকারভোগী নারী তার প্রতিক্রিয়া জানান:

“সকাল ১০টা। মোবাইল ফোনের মেসেজ টোন বেজে ওঠে। মেসেজটি খুলে দেখি দুই হাজার পাঁচশত টাকার একটা মেসেজ এসেছে। লেখা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার “নগদ”-এর মাধ্যমে পেয়েছেন। টাকাটা পেয়ে আমার খুব সুবিধা হয়েছে। করোনার কারণে ঘরে বসা। কোনো কাজকর্ম নেই। দরিদ্র পরিবার। সামান্য দর্জির কাজ করে সংসার চালাতে হয়। ঈদ সামনে। হাতে একটা টাকাও নেই। চিন্তায় ছিলাম কিভাবে খেয়ে পড়ে বাচঁবো। আবার ঈদ বা কি দিয়ে করবো। ঠিক সেই মুহুর্তে প্রধানমন্ত্রী আমাকে যে উপহার পাঠিয়েছেন তার জন্য আমি খুবই খুশী। আল্লাহর কাছে নামাজ পড়ে দুহাত তুলে দোয়া করবো। হে আল্লাহ তুমি তাঁকে দীর্ঘায়ু দান করুন।”

এর পাশাপাশি প্রবাসীদের কল্যাণে আরও ৫০০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, আগে ৪০০ কোটি টাকা তহবিল ছিল। আমরা তাতে আরও ৫০০ কোটি টাকা দিয়ে দিচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিরা আমাদের দেশের নাগরিক। করোনার কারণে তাদের আয় কমে গেছে, অনেকে চাকরি হারাচ্ছেন। অনেকে দেশেও ফিরে আসছেন। প্রবাসীরা দেশে ফিরতে চাইলে ফিরে আসবে। কিন্তু তাদের যাতে বাড়ি-ঘর বিক্রি করতে না হয়, তারা যাতে দেশে ফিরে কিছু করে খেতে পারে আমরা তার ব্যবস্থা করবো।

ইমাম-মুয়াজ্জিনদের ‘ঈদ উপহার’ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঈদ সামনে রেখে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনের ‘ঈদ উপহার’ হিসেবে আর্থিক সহায়তা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এভাবে দেশের প্রতিটি ক্ষেত্রের প্রতিটি মানুষই যেন কোনো না কোনোভাবে সহায়তা পান, সেটি নিশ্চিত করতে চান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button