আন্তর্জাতিককরোনা

করোনাকালীন সব বিধিনিষেধ তুলে নিলো ডেনমার্ক

করোনার নতুন ধরন ওমিক্রনের জেরে শনাক্ত বাড়ার মধ্যেই সব বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ ডেনমার্ক। খবর: বিবিসি

মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়, ইউরোপের প্রথম দেশ হিসেবে ডেনমার্ক এ সিদ্ধান্ত নিলো।

এ প্রেক্ষাপটে ডেনমার্কে নাইটক্লাবগুলো খুলে দেয়ার ঘোষণা এসেছে। সেইসঙ্গে শেষ রাতের মদ বিক্রিও আবার চালু হয়েছে।

যদিও দেশটিতে করোনা শনাক্ত বাড়ছে, তবু কর্তৃপক্ষ বলছে, (করোনা) ভাইরাসটি এখন আর কোনো ‘গুরুতর হুমকি’ নয়।

গবেষকরা বলছেন, ডেনমার্কে টিকাগ্রহণের হার ইউরোপের অনেক দেশ থেকেই বেশি। এ কারণে এ ধরনের পদক্ষেপ নিতে পারছে দেশটির সরকার।

ইউনিভার্সিটি অব রসকিল্ডির মহামারি বিশেষজ্ঞ লোন সিমোনসেন বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘টিকা গ্রহণকারীদের জন্য ওমিক্রন গুরুতর অসুস্থতা সৃষ্টি করে না। এ কারণে বিধিনিষেধ তুলে নেয়াটাকে যৌক্তিক মনে করি।’

মঙ্গলবার থেকে বিধিনিষেধ তুলে নেয়ার এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এতে দোকান, রেস্তোরাঁ ও গণপরিবহণে মাস্ক পরার আর প্রয়োজন পড়বে না।

এ ছাড়া ভবনের ভেতরে লোকজন জড়ো হওয়ার সংখ্যায় আরোপিত সীমাবদ্ধতাও আর থাকছে না; মানতে হবে না কোনো সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মও।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button