আন্তর্জাতিক

জার্মানিতে উগ্রবাদী হামলায় নিহত সংখ্যা দাঁড়িয়েছে ১০

জার্মানির পশ্চিমাঞ্চলীয় হানাউ শহরে বন্দুকধারী উগ্র জাতীয়তাবাদী শ্বেতাঙ্গ যুবকের বন্দুক হামলায় নিহত সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। নিহতদের মধ্যে ৫ জনই তুরস্কের নাগরিক। হামলায় আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হানাও শহরের একটি শিশাবার এবং পার্শ্ববর্তী ক্যাফেতে প্রবেশ করে গুলিবর্ষণ করে ৪৩ বছর বয়সি বন্ধুকধারী।

এরপর হামলাকারী সেই ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূরে একটি গাড়ি এবং স্পোর্টস বারেও হামলা চালায়। সেখানেও হতাহতের ঘটনা ঘটেছে। পরবর্তীতে হামলাকারী এবং তার মাকে মৃত অবস্থায় একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে-  বন্দুকধারী উগ্রবাদী শ্বেতাঙ্গ ব্যক্তি আত্মঘাতী হওয়ার আগে হত্যা করে নিজের মাকেও।

এদিকে হামলাটিকে ‘জাতিবিদ্বেষের’ কারণ হিসেবেই দেখছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তিনি জানান, ‘অন্য জাতিসত্ত্বা, ধর্ম এবং চেহারার প্রতি বিদ্বেষ থেকে হামলাকারী উগ্র ডানপন্থি চরমপন্থা, বর্ণবাদী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে বলে এই মুহূর্তে নানা ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’

আরো পড়ুন

https://newsnowbangla.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/

Related Articles

Leave a Reply

Back to top button