করোনাজাতীয়

করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৬৬৫, সুস্থ ১০৬৩, মৃত্যু ২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। এ সংখ্যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৯ হাজার ৪৫৫ জন। মৃত্যু হয়েছে আরও দুই জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৭ জনে। এ পর্যন্ত সারা দেশে মোট সুস্থ হয়েছেন এক হাজার ৬৩ জন।

রবিবার (৩ মে) দুপুরে, দেশের করোনা ভাইরাসের বিষয়ে সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, মৃত্যুবরণকারী দুই জনই ঢাকার বাইরের। এরমধ্যে একজন কিশোর; বয়স ১১ থেকে ২০-এর মধ্যে। তার বাড়ি রংপুরে। আরেকজনের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ২১৪টি; পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৩৬৮টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ৮১ হাজার ৪৩৪টি।

এ সময় তিনি আরো জানান, স্বাস্থ্য অধিদফতরের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটির তৈরি করা নতুন গাইডলাইন অনুযায়ী এপর্যন্ত দেশে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৬৩ জন।

এর মধ্যে ঢাকা সিটির হাসপাতালগুলো থেকে ছাড়া পেয়েছেন ৬২৪ জন এবং বিভিন্ন বিভাগ থেকে ছাড়া হয়েছে ৪৩৯ জনকে। যদি বিভাগ অনুযায়ী বলা হয়, তাহলে মেট্রোপলিটন এলাকা বাদে ঢাকা বিভাগের হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৭২ জন, চট্টগ্রাম থেকে ছাড়া পেয়েছে ৭২ জন, রাজশাহী থেকে ২ জন, খুলনা থেকে ৬ জন, বরিশাল বিভাগ থেকে ২৯ জন, সিলেট থেকে ২ জন, ময়মনসিংহ থেকে ৩১ জন এবং রংপুর থেকে ২৫ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন।

নাসিমা সুলতানা জানান, ঢাকা সিটির কুয়েত-মৈত্রী হাসপাতাল থেকে এ পর্যন্ত ছাড়া পেয়েছে ২৯৮ জন, কুর্মিটোলা হাসপাতাল থেকে ২১৩ জন, ইনফেকশাস ডিজিস হাসপাতাল থেকে ২০৮ জন, ঢাকা মহানগর হাসপাতাল থেকে ৩৮ জন এবং রিজেন্ট হসপিটাল থেকে ১৫ জন, সাজেদা ফাউন্ডেশন হসপিটাল থেকে ২২ জন, রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতাল থেকে ২ জন এবং লালকুঠি হাসপাতাল থেকে ৪ জন।

Related Articles

Leave a Reply

Back to top button