আন্তর্জাতিককরোনা

ল্যাবে নয়, করোনা ভাইরাসের সৃষ্টি প্রাকৃতিকভাবেই: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনা ভাইরাস কোনও গবেষণাগারে নয়, বরং প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে।শুক্রবার (১ মে) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সংস্থাটির হেলথ ইমার্জেন্সিস প্রোগ্রামের প্রধান মাইকেল রায়ান। খবর আল জাজিরা।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, উহানের ল্যাবে করোনা ভাইরাস তৈরির প্রমাণ তার কাছে আছে।

মাইকেল রায়ান বলেন, ‘ভাইরাসটির সিকোয়েন্স নিয়ে কাজ করা গবেষকরা বারবার আমাদের জানিয়েছেন, এই ভাইরাসটি প্রাকৃতিক, কোনও গবেষণাগারে তৈরি নয়।’

রায়ান বলেন, ‘বন্যপ্রাণী থেকে মানবদেহে করোনা ভাইরাসের সংক্রমণ কীভাবে ঘটলো সেটা বোঝা জরুরি। এ জন্য তারা বন্যপ্রাণীর মধ্যে করোনা ভাইরাসের উৎস খুঁজতে চীনের সঙ্গে অনুসন্ধানে যোগ দিতে চায়।  কারণ, এর মাধ্যমে একই ঘটনা অন্য কোথাও ঘটা প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যাবে।’

উল্লেখ, গবেষকরা আগেই জানিয়েছেন, গত বছর বছর চীনের উহানে একটি বন্যপ্রাণীর মার্কেট থেকে প্রথমবার করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। বাদুড় থেকেই এটি মানবদেহে ছড়িয়েছে বলে বিশ্বাস তাদের। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অনেকের দাবি, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে তৈরি হয়েছে সার্স-কোভ-২, যা থেকে কোভিড-১৯ রোগের সৃষ্টি।

Related Articles

Leave a Reply

Back to top button