করোনা ভাইরাস মোকাবিলায় দেশের ৬৪ জেলায় ৬১৫টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ সব প্রতিষ্ঠানে ৩০ হাজার ৯৫৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সেবা প্রদান করা যাবে।
শনিবার (২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হোম কোয়ারান্টিনে আছেন ১ হাজার ১৮২ জন। হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ১৬২ জনসহ মোট কোয়ারিন্টিনে আছেন ১ হাজার ৫৪৩ জন।
এখন পর্যন্ত কোয়ারেন্টিনে থাকাদের মোট সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৪৪৩। পাশাপাশি কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ১ লাখ ২১ হাজার ৩৪৯ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫৯ হাজার ৯৪ জন।
বিজ্ঞতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৬৮ জন। বর্তমানে আইসোলেশন রয়েছেন ১ হাজার ৬৩২ জন।
বিজ্ঞতিতে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ১৯৩টি। পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭টি। মোট পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি।