করোনা সংকটে পুরো রাজধানীজুড়ে কাজ করছে হাজারেরও বেশি পরিচ্ছন্নতা কর্মী। করোনার এই সংকটময় সময়ে রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এই মানুষগুলো। কিন্তু বেশিরভাগ সময়ে তাদেরকে কাজ করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। নেই নিরাপত্তা সরঞ্জাম। অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র মাস্ক ও গ্লাভস পরেই ঝুঁকিপূর্ণ এ কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। নিম্ন আয়ের মানুষ হওয়ায় এদের অনেকেই পড়েছেন খাবার সংকটে। এমন পরিস্থিতিতে পরিচ্ছিন্নত্ কর্মীদের জন্য ত্রাণ ও সুরক্ষা সরঞ্জাম নিয়ে পাশে দাড়ালো বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ।
১ মে শুক্রবার সকাল ১১ টায় রাজধানীর বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে সুরক্ষা সরঞ্জাম ও ত্রাণ বিতরণ করেছে যুবলীগ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের উদ্যোগে , ঢাকায় সিটি করর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ত্রান সহ স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল ।
এসময় শত শত পরিচ্ছন্নতাকর্মীদের হাতে নিরাপত্তা সরঞ্জাম ও খাদ্যসামগ্রি তুলে দেয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ এর সাবেক কার্য্যকরী সদস্য আব্দুল মোতালেব বাদশা সহ যুবলীগ নেতা ইন্জি. মুক্তার হোসেন চৌধুরী কামালসহ আরো অনেকে।