আন্তর্জাতিককরোনা

লকডাউন সমাধান নয়; এখন আমেরিকাকে সচল করার লড়াইয়ে নামতে হবে: ট্রাম্প

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের যুদ্ধের এই পর্যায়ে আবার আমেরিকাকে সচল করার লড়াইয়ে নামতে হবে। আমেরিকা সচল হতে চায় এবং এটাই শেষ কথা। আমাদেরকে ঘুরে দাঁড়াতেই হবে। ঘরে বসে থাকাটা কোনও সমাধান নয়। গোটা দেশে সবকিছু বন্ধ করে রাখাটাও দীর্ঘমেয়াদি কোনও সমাধান নয়।’

এমনকি লম্বা সময়ের এই লকডাউনে সাধারণ জনগোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প।

তিনি বলেন, ‘এত লম্বা সময় ধরে লকডাউনে জনস্বাস্থ্যে বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। ভুলভাল ওষুদের ব্যবহার বেড়ে যেতে পারে। বাড়তে পারে অ্যালকোহলের ব্যবহার। পাশাপাশি হৃদরোগ, শারীরিক ও মানসিক নানা সমস্যা বাড়তে পারে জনগণের মাঝে।’

যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে তিন ধাপে সচল করে তুলতে লকডাউনে থাকা অঙ্গরাজ্যগুলোর জন্য ট্রাম্প ঘোষিত ‘ওপেনিং আপ আমেরিকা এগেইন’ কর্মসূচির বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। গভর্নরদের এই পরিকল্পনা বাস্তবায়নে প্রেসিডেন্ট ট্রাম্প এরইমধ্যে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

চলমান করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির মেরুদণ্ড যেন ভেঙে না পড়ে সেজন্য ট্রাম্প বলেছেন, ‘আমাদের কিছু কিছু অঙ্গরাজ্য চলতি মাসেই লকডাউন থেকে বের হয়ে আসতে পারবে। সেইসব অঙ্গরাজ্যে শর্তের মধ্যে রেখে সুস্থ নাগরিকদের কাজে ফেরানো যেতে পারে। যারা অসুস্থ তারা না হয় ঘরেই থাকলো।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button