করোনারাজনীতি

ডা. মঈনের অকাল মৃত্যু নিয়ে ফখরুলের বক্তব্য অহেতুক: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনায় সিলেটের মেধাবী চিকিৎসক ডা. মঈনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। এটা খুবই দুঃখজনক যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডা. মঈনের অকাল মৃত্যু নিয়ে রাজনীতির বিভেদ ছাড়াচ্ছেন। আমরা অত্যন্ত দুঃখে সাথে লক্ষ্য করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডা. মঈনের মৃত্যু নিয়ে ‘অহেতুক সমালোচনা’ করেছেন।’

শুক্রবার (১৭ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সবিনয়ে জিজ্ঞেস করতে চাই, আজকে সারা পৃথিবী করোনা ভাইরাসে আক্রান্ত। এখানে ধনী-দরিদ্র, বিত্তবান, গরীব, চিকিৎসক, রাজনীতিক, সমাজসেবী কেউ রেহাই পাচ্ছে না। করোনা কাউকে রেহাই দিচ্ছে না।’

তিনি বলের, ‘করোনা এমন একটা ভাইরাস যার সংক্রমণ থেকে কেউ রেহাই পাচ্ছে না। দেশে দেশ এরইমধ্যে বহু চিকিৎসক প্রাণ দিয়েছেন। কাজেই এ নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করা মোটেও সমীচীন নয় বলে আমি মনে করি।’

তিনি আরও বলেন, ‘আজকের এই দুর্যোগে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনও অবস্থাতেই কাম্য নয়।  এসময়ে বিভাজনের অনিবার্য পরিণতি ভাইরাসের ভয়ংকর মোকাবিলা করা। আমরা জেনেশুনে যেনও এমন মারাত্মক ভুলের ফাঁদে পা না দেই, এটা মনে রাখতে হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘এ লড়াই বাঁচার লড়াই। এ লড়াইয়ে নিজে বাঁচতে হবে এবং অপরকে বাঁচতে হবে। পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে আমাদের নিজেদের সুরক্ষায় হুমকির মুখে পড়বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবিলায় আমাদেরকে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। আমরা যদি ঘরে থাকি এবং স্বাস্থ্যবিধি মেনে চলি জয় আমাদেরই হবে, ইনশাআল্লা্।’

সড়কমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণে বিশ্বের ২১০টি দেশ আজ আক্রান্ত। এর মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৪তম। ইউরোপ-আমেরিকার তুলনায় আমরা এখনও ভালো অবস্থানে রয়েছি। ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করতে পারলে এ সংকটের কালো মেঘ অচিরেই কেটে যাবে।’

কাদের বলেন, ‘যারা সংকট মোকাবিলায় সামনে থেকে দায়িত্ব পালন করছে বিশেষ করে চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মী, টেকনোলজিস্ট, জনপ্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যমকর্মী ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে ত্রাণ কমিটি গঠন করে প্রশাসনের সাথে সমন্বয় করে, সম্পূর্ণ স্বচ্ছতার সাথে ত্রাণ বিতরণের প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে সর্বস্তরের নেতাকর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি। ত্রাণ বিতরণে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কঠোর অবস্থানের কথা ইতোমধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন। দলীয়ভাবে কাউকে ত্রাণ নিয়ে নয়ছয় করতে দেয়া হবে না।’

মুজিবনগর দিবস প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক  মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাধীন সরকার শপথ গ্রহণ করে। এই দিনই স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়। আজকে সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে দিনটি পালনের আনুষ্ঠানিকতা না করলেও আমাদের চেতনা ঐতিহাসিক তাৎপর্য চিরভাস্বর হয়ে থাকবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button