জাতীয়ফিচারসাহিত্য ও বিনোদন

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ বঙ্গাব্দ ১৪২৭

নতুন বছরের সূচনা নিয়ে এলো প্রভাতের সূর্য। মুছে যাবে গ্লানি, দু:খ, কষ্ট। সেই বার্তা নিয়ে এলো নতুন বছর ১৪২৭।

নতুন বছর ১৪২৭

বাঙ্গালির বর্ষবরণে নানা আয়োজনে বাজে ঢোল আর ঢাক । প্রকৃতির খেলায় আর নাগর দোলায় চড়ে নতুন পোশাকে মেতে উঠে শিশুরা।

নতুন বছর ১৪২৭

মেয়েদের লাল পেড়ে শাড়ি, কানে দুল , হাতে রেশমি চুড়ি । ছেলেদের গায়ে লাল-সাদা রঙের পাঞ্জাবী আর পায়জামা ও ফতুয়া। আনন্দ উল্লাসে বৈশাখী মেলা, ভাসিয়ে সুখের ভেলা, মাটির পুতুল, কানের দুল, পাটের ছিকা, তাল পাতার পাখা, বাঁশের বাঁশি সোলার পাখি ।

বৈশাখ

ঢাকায় রমনার বটমূলে প্রভাতি গানের সাথে বর্ষবরন। চারুকলার মোঙ্গল শোভা যাত্রা। শহুরে প্রাঙ্গণেও বসে হরেক রকমের মেলা। সেখানেও তুলে ধরা হয় গ্রামের আবহ। শহরের মানুষগুলোর মন তখন গ্রাম্য ছোঁওয়ায় হয়ে উঠে নষ্টালজিক।

নতুন বছর ১৪২৭

ইলিশ মাছে পান্তা ভাত, নানা পদের ভর্তা।  সব মিলিয়ে আমাদেন নতুন বছর।

বৈশাখ

কিন্তু এবারের নতুন বছরটা একটু অন্যরকম। এবার থাকছেনা রমনা বটমূলে প্রভাতি গানের আয়োজন।

নতুন বছর ১৪২৭চারুকলা থেকে বের হবেনা কোন শোভাযাত্রা। মাঠে মাঠে বসবেনা কোন মেলা। শিশুদের জন্যও মজার এই দিনটিতে থাকছেনা কোন আয়োজন।

নতুন বছর ১৪২৭

করোনা ভাইরাসের কারণে সব কিছু বন্ধ ঘোষণা করায় এবং জনগনকে যার যার ঘরে অবস্থান করার নির্দেশ দেওয়ায়, আজিজ মার্কেট থেকে শুরু করে ফুটপাত এখন নিস্তব্ধ। এবার বর্ণিল পোশাক পরা প্রাণোচ্ছল মানুষের ঢল নামবে না রাজপথে, বিনোদনকেন্দ্রে কিংবা অনুষ্ঠান মঞ্চে।

নতুন বছর ১৪২৭

কারন পৃথিবীতে চলছে মহামারী করোনা ভাইরাস।

তারপরেও নতুন বছরে সবার প্রত্যাশা- ’’মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,. অগ্নিস্নানে শুচি হোক ধর ‘

নতুন বছর ১৪২৭

বিদায় ১৪২৬; স্বাগতম নতুন বছর ১৪২৭

ফারহানা নীলা

সিনিয়র রিপোর্টার

নিউজনাউবাংলা.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button