জাতীয়

আইনজীবীদের সহায়তায় ৫০ লাখ টাকার ফান্ড

দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। দিন দিন বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে সুদমুক্ত ঋণ, নবীন আইনজীবীদের ৫০ লাখ টাকার ফান্ড গঠনসহ ৫টি সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি’র নতুন কমিটি।

এ বিষয়ে শুক্রবার (১০ এপ্রিল) একটি বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে দীর্ঘদিন আদালতের অনির্ধারিত বন্ধ এবং দেশ কার্যত লক ডাউনে থাকায় পেশাজীবী হিসাবে আমরা এক অনিশ্চয়তার মধ্যে পতিত হয়েছি। বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদের বিষয়টি আমাদেরকে উদ্বিগ্ন করেছে বেশি। এমন এক অস্বস্থিকর পরিস্থিতিতে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরি কমিটি শুক্রবার (১০ এপ্রিল) এক অনানুষ্ঠানিক সভায় সমিতির সদস্যদের কল্যাণে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আগামী ১৩ এপ্রিল, নতুন এ কমিটি দায়িত্ব গ্রহণ করে সিদ্ধান্তসমূহ কার্যকর করার কথা জানানো হয় ।

সিদ্ধান্তগুলো হলো:
১) সমিতির বিদ্যমান Benevolent Fund Loan Rules, ২০০১ মোতাবেক কোনো সদস্য শুধুমাত্র ‘চিকিৎসা সুবিধার’ জন্য তার জমাকৃত অর্থের ৯৫% ঋণ হিসাবে নিতে পারেন। আমরা এটিকে শিথীল করে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে, একজন আইনজীবী তার জমাকৃত টাকার ৯৫% অথবা ২৫ হাজার টাকা, যে অংকটি কম, সে পর্যন্ত বিনা সুদে ঋণ গ্রহণ করতে পারবেন। তিনি তিন বছর পর্যন্ত সময় পাবেন এটি পরিশোধ করার জন্য।

২) আমরা জানি Benevolent Fund এর এই সুবিধা অনেক নবীন আইনজীবী পাবেন না। তাদের কথা বিবেচনা করে আমরা আপাতত ৫০ লক্ষ টাকার একটি আপদকালীন ফান্ড সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করেছি। একজন সদস্যের আবেদনক্রমে case to case বিবেচনায় এই ফান্ড থেকে তিন বছরের মধ্যে পরিশোধযোগ্য সুদমুক্ত ঋণের আদলে অর্থ বরাদ্দ করা হবে।

৩) করোনা পরিস্থিতি বিবেচনায় আইনজীবীদের জন্য বিশেষ অর্থ বরাদ্দ ও সুদমুক্ত ঋণ সুবিধা চেয়ে বাংলাদেশ বার কাউন্সিল ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানানো হবে।

৪) ভারত ও পাকিস্তানের আদলে Virtual Court চালুর জন্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হবে।

৫) সমিতির সামর্থ্যবান সদস্যদের Voluntary contribution এর মাধ্যমে ‘করোনা উদ্ভূত আইনজীবী সহায়তা ফান্ড’ সৃষ্টিতে সচেষ্ট থাকবো এবং একজন বিজ্ঞ সদস্যের প্রয়োজন মাফিক এই ফান্ড থেকে অনুদান হিসাবে অর্থ দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button