জাতীয়

দেশে চলমান চীনের সব মেগা প্রকল্পগুলো শেষ হবে যথা সময়েই: পররাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর কয়েকটি বড় প্রকল্পের কাজ শুরু করে এবং শেষ পর্যন্ত সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে এগুলো বাস্তবায়নে বিশেষ উদ্যোগও নেয়া সরকার। অবকাঠামো, টেলিযোগাযোগ, প্রযুক্তি, বিদ্যুৎ-জ্বালানি ও রেলপথ খাতের মেগা প্রকল্পে সরাসরি অর্থায়ন করেছে চীন। করোনা ভাইরাসের কারণে এই অবস্থায় নির্ধারিত সময়ে এবং অর্থে প্রকল্পগুলো শেষ করায় আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই ।

তবে সব আশঙ্কা কাটিয়ে সময় মতো সব কাজ শেষ হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শনিবার এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে আজ সকালে ঢাকায় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে আমার আলাপ হয়েছে । দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আমি আলাপ করেছি। তারা বলেছে, করোনা ভাইরাস শেষ হওয়ার পরে মেগা প্রকল্পে দ্বিগুণ কাজ করে নির্ধারিত সময়ে শেষ করবে।
চীনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, মেগা প্রকল্প নিয়ে কোনো ধরনের চিন্তা না করতে।

সেইসঙ্গে জাপানও আমাদের এ বিষয়ে একইভাবে আশ্বস্ত করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button