আন্তর্জাতিককরোনা

বিশ্বে করোনা পরিস্থিতি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস দিনে দিনে মারাত্নক আকার ধারণ করছে। দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে। বাড়ছে মৃত্যুর ঢল। বেড়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত ২ লাখের বেশি

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত ২ লাখের

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮২৭ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কে মারা গেছে ২ হাজার ২১৯ জন।

বর্তমানে আক্রান্তের সংখ্যায় দেশটি ইতালি, চীন ও স্পেনকেও ছাড়িয়ে গেছে। এই ভাইরাসে এখন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৮১ জন। এর মধ্যে ৮ হাজার ৮৭৮ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪৭৩ জন। যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

এছাড়া যুক্তরাষ্ট্রে বর্তমানে ২ লাখ ১ হাজার ২৩ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৯৬ হাজার ১৮ জনের অবস্থা সাধারণ। বাকি ৫ হাজার ৫ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন।

আমেরিকার শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফসি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ বা তারও বেশি হতে পারে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই কথা বলেছেন।

১০ লাখের বেশি আক্রান্ত, মৃত্যু হতে পারে ১ লাখ: ডোনাল্ড

ট্রাম্প আশঙ্কা প্রকাশ করে বলেন, করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যু এক লাখ বা তারও বেশি হতে পারে।  মৃত্যুর সংখ্যা এক লাখ বা এর নিচে থাকলে ‘সম্মিলিতভাবে করা খুব ভালো কাজ হবে’ বলেও মন্তব্য করেন তিনি। (খবর সিএনএন)।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউইয়র্কে। সেখানে এ পর্যন্ত মারা গেছে ২ হাজার ২১৯ জন এবং আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৯০১ জন। এছাড়া নগরীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো ১৮ বছর বয়সের নিচে একজনের মৃত্যু হয়েছে। তার শরীরে অন্য আরও রোগ ছিল।

যুক্তরাজ্যে একদিনে রেকর্ড ৫৬৩ জনের মৃত্যু

যুক্তরাজ্যে একদিনে রেকর্ড ৫৬৩

করোনা ভাইরাসে দিনদিন বিপর্যস্ত হয়ে পড়ছে যুক্তরাজ্য। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৬৩ জন। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে সেখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৫২ জন।

যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৭৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৪ জন। সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন মাত্র ১৩৫ জন।

এছাড়া বর্তমানে যুক্তরাজ্যে ২৬ হাজার ৯৮৭ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২৬ হাজার ৮২৪ জনের অবস্থা সাধারণ। বাকি ১৬৩ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন।

ইতালিতে মৃত্যু ১৩ হাজার ছাড়িয়েছে

ইতালিতে মৃত্যু ১৩ হাজার

করোনা ভাইরাসে ভয়াবহ বিপর্যয়ে পড়েছে ইতালি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭২৭ জন। এ নিয়ে সেখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫৫ জন। তবে বিপর্যয়ের মধ্যেও একটি আশা জাগানিয়া বিষয় হলো, গত ৬ দিনের মধ্যে দেশটিতে মৃত্যুর সংখ্যা আজকেই সবচেয়ে কম।

ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৫৭৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৮২ জন। সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৮৪৭ জন।

এছাড়া বর্তমানে ইতালিতে ৮০ হাজার ৫৭২ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৭৬ হাজার ৫৩৭ জনের অবস্থা সাধারণ। বাকি ৪ হাজার ৩৫ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন।

স্পেনে একদিনে রেকর্ড মৃত্যু ৯২৩ জন

স্পেনে একদিনে রেকর্ড মৃত্যু, আক্রান্ত লাখ

করোনা ভাইরাসে ভয়াবহ বিপর্যয়ে পড়েছে স্পেন। দেশটির হাসপাতালে জায়গা নেই। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৯২৩ জন। যা একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে সেখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৩৮৭ জন।

স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ১১৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৯৫ জন। সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৬৪৭ জন।

এছাড়া বর্তমানে স্পেনে ৭২ হাজার ৮৪ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৬৬ হাজার ২১২ জনের অবস্থা সাধারণ। বাকি ৫ হাজার ৮৭২ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন।

ফ্রান্সে মৃত্যু ছাড়ালো ৪ হাজার

ফ্রান্সে মৃত্যু ছাড়ালো ৪ হাজার

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫০৯ জন। যা একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে সেখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯ জন।

দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৯৮৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬১ জন। সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৯৩৫ জন।

এছাড়া বর্তমানে ফ্রান্সে ৪২ হাজার ২২ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩৬ হাজার ৫ জনের অবস্থা সাধারণ। বাকি ৬ হাজার ১৭ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button