করোনাজাতীয়

চীন থেকে আসছে ২০ হাজার কিটস ও পিপিই

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা আরো আগেই দিয়েছে চীন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারকেও টেস্টিং কিটস ও ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) দিচ্ছে দেশটি। তবে শুধু বাংলাদেশেই নয়, চীন তার সাহায্যের হাত বাড়িয়েছে বিশ্বজুড়ে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বিশেষ বিমানে বাংলাদেশে পৌঁছবে করোনা প্রতিরোধের এসব চিকিৎসা সামগ্রী।

মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং কাউন্সেলর ইয়ান হুয়া লং এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ১০ হাজার টেস্টিং কিটস এবং ১০ হাজার ডাক্তার ও নার্সদের ব্যবহারের পোশাক নিয়ে বিশেষ বিমানটি পৌঁছাবে ২৬ তারিখ দুপুর নাগাদ।

তিনি আরও জানান, দ্বিতীয় আরেকটি চালান আসবে আগামী ২৯ তারিখে।

Related Articles

Leave a Reply

Back to top button