দেশের চলমান সংকটে দেশ ও দেশের মানুষকে রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘সরকারি ভাবে ৪ এপ্রিল পর্যন্ত যে নিষেধাজ্ঞা রাখা হয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করুন। এতে আপনাদের সাময়িক কষ্ট হলেও, আমরা এই সংকট থেকে বের হতে পারব। এছাড়া আর কোনো উপায় নেই আমাদের।’
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে দেয়া এক ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সংকটময় পরিস্থিতিতে আতঙ্ক কিংবা গুজব না ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। এরই মধ্যে এই ভাইরাস ১৯৬টি দেশে আত্মপ্রকাশ করেছে। এটি একটি ভয়ানক সংক্রামক ব্যাধি। এ ভাইরাসটি এভাবে ছড়িয়েছে যেটা আমাদের চিন্তার বাইরে।’
তিনি আরও বলেন, ‘তবে এতে আতঙ্কিত হবার কোনও কারণ নেই। আমরা যদি নিয়ম-কানুন এবং সরকারের দেয়া নির্দেশনাগুলো মেনে চলি, তাহলে আমরা এ জায়গা থেকে পরিত্রাণ পাব।’
প্রবাসীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা বিদেশ থেকে এসেছেন তারা সঙ্গরোধ মেনে চলুন। দেশকে রক্ষার জন্য, দেশের মানুষদের রক্ষার জন্য আমরা সবাই মিলে কাজ করব।’