খেলা

করোনা আতঙ্কে স্থগিত চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ, প্রিমিয়ার লিগ

বিশ্বজনীন মহামারী করোনা ভাইরাস আতঙ্কে স্থগিত হল চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ। এছাড়া ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে প্রিমিয়ার লিগ।

শুক্রবার এই সিদ্ধান্ত জানায় উয়েফা। অন্তত আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের কোনও খেলাই হবে না বলে জানানো হয়েছে।

উয়েফার তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ইউরোপে কোভিড-১৯’ এর সংক্রমণের ফলে উয়েফা সব ধরনের ক্লাব টুর্নামেন্ট আগামী এক সপ্তাহের মতো স্থগিত করে দেওয়া হল। এর ফলে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ, ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ও উয়েফা ইউথ লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপাতত পিছিয়ে দেওয়া হল। ওই ম্যাচগুলি কবে হবে তা পরে জানানো হবে।’

একই কারনে আপাতত বন্ধ রাখা হচ্ছে ফুটবল লিগ কাপ, উইমেন্স সুপার লিগও।
যে সকল দর্শকরা ওই সকল ম্যাচের টিকিট কেটেছিলেন, তাদের টিকিট মূল্য ফেরত দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button