করোনা ভাইরাস: মৃত্যু বেড়ে ৩২৮৫, আক্রান্ত ৯৫ হাজার
চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ হাজার ২৮৫ জন। শুধু চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ১২ জন। চীনের বাইরে মারা গেছে ২৭৩ জন।
এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৪৮১ জনে দাঁড়িয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৪৩০ জন। চীনের বাইরে ১৫ হাজার ৫১ জন। আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৪২০ জনের অবস্থা আশঙ্কানক। এখন পর্যন্ত মোট ৫৩ হাজার ৬৮৮ জন সুস্থ হয়েছে।
বৃহস্পতিবার সকালে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, চীনে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৬০ জন এবং মারা গেছে ৩১ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৮০ হাজার ৪৩০ জন এবং মারা গেছে ৩ হাজার ১২ জন।
হুবেই প্রদেশের রাজধানী উহান, সেখানাকার একটি জীবন্ত প্রাণী বিক্রির বাজার থেকে ভাইরাসটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চীন হুবেই প্রদেশকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ওই অঞ্চলের সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে।