জাতীয়

মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার: আইজিপি

পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, আমরা সত্যিই জনগণের পুলিশ হতে চাই বলে। মুজিববর্ষের অঙ্গিকার হবে পুলিশ হবে জনতার।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গনে বিভিন্ন পুলিশ সদস্যদের লেখা মোট ৮টি বইয়ের  মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘মুজিববর্ষে আমরা জনগণের পুলিশ হওয়ার যে শপথ নিয়েছি, তা আমরা আমাদের সব সহকর্মীদের মাঝে ছড়িয়ে দিতে চাই। সত্যিকার অর্থেই আমরা জনগণের পুলিশ হতে চাই।  আমাদের পাশে থাকুন, সাথে থাকুন। গঠনমূলক সমালোচনা করুন। আমাদের দোষগুলো ধরিয়ে দিন।’

জাবেদ পাটোয়ারী বলেন, ‘মুক্তিযুদ্ধে পুলিশের অবদান অনেক, ২৫ মার্চ রাতে রাজারবাগে পুলিশ সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ মোকাবিলা করে জীবন দেয়। এরপর সারাদেশের পুলিশ লাইনের অস্ত্রগারগুলো খুলে দেয়া হয়েছিল মুক্তিযুদ্ধাদের জন্য।’

সারা দেশের পুলিশ লাইনে গণকবর দেখা যায়, মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যরা ওতপ্রতভাবে জড়িত। তাদের স্মৃতি সংরক্ষণে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন ও বইয়ের লেখকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button