খেলা

মমিনুল- মুশফিকের সেঞ্চুরি; রানের পাহাড়ে বাংলাদেশ

হোম অব ক্রিকেটের ব্যাটিং স্বর্গে রানের ফুলঝুড়ি ছোটাচ্ছেন টাইগার ব্যাটসম্যানরা। বল সোজা ব্যাটে আসছে। ফলে কমবেশি রান পেয়েছেন দলের প্রায় সব ব্যাটসম্যান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ৫০১ রান।

স্বভাবতই ছন্দময় ব্যাটিং করছেন মুশফিকুর রহিম। ব্যাটকে তলোয়ার বানিয়ে জিম্বাবুয়ে বোলারদের কচুকাটা করছেন তিনি। তাদের খড়কুটোর মতো উড়িয়ে দিচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল। ইতিমধ্যে ১৫০ রান করে ফেলেছেন তিনি।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৬৫ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।
মুশফিকের ক্যারিয়ারে এটি চতুর্থ দেড়শ ছোঁয়া ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষে আগের টেস্টেই হার না মানা ২১৯ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি। এটি এক ইনিংসে তার সর্বোচ্চ রান। বাংলাদেশের টেস্ট ইতিহাসেও সেটি সর্বাধিক ব্যক্তিগত স্কোর।

২০১৩ সালে গলে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। পরে ২০১৭ সালে ওয়েলিংটনে ১৫৯ করেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪৭১ রান। ইতিমধ্যে ২০৬ রানের লিড নিয়েছেন টাইগাররা। স্বভাবতই বড় লিডের পথে স্বাগতিকরা। মুশফিক ১৫৭ রান নিয়ে ক্রিজে রয়েছেন। ২৪ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। তাদের জুটিটাও জমে যাচ্ছে। এরই মধ্যে ৫০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন তারা।

আগের দিনের ৩ উইকেটে ২৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। সোমবার মুমিনুল হক ৭৯ এবং মুশফিক ৩২ রান নিয়ে খেলার গোড়াপত্তন করেন। নেমে স্বচ্ছন্দে খেলতে থাকেন তারা। শক্তভাবে ক্রিজে সেট হয়ে যান এ জুটি। স্বভাবতই ছন্দময় ব্যাটিং উপহার দেন মুমিনুল-মুশফিক।

জিম্বাবুয়ে বোলারদের রীতিমতো তোপ দাগান তারা। ব্যাটে স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে পথিমধ্যে টেস্ট ক্যারিয়ারে নবম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। তবে অধিনায়ক হিসেবে এটি তার প্রথম তিন অংক ছোঁয়া ইনিংস। ডোনাল্ড তিরিপানোকে বাউন্ডারি মেরে এ শতক হাঁকান তিনি।

ক্রিকেটের অভিজাত সংস্করণে দেশের হয়ে সর্বোচ্চ ৯ সেঞ্চুরির মালিক তামিম ইকবাল। এদিন দুর্দান্ত শতক দিয়ে সেই রেকর্ডে ভাগ বসান মুমিনুল। এর সুবাদে ক্রিকেটের লংগার ভার্সনে পয়েট অব ডায়নামোর সেঞ্চুরি সংখ্যাও দাঁড়ায় ৯টি।

এরপর ধীরে ধীরে সেঞ্চুরির পথে এগিয়ে যান মুশফিক। দোর্দণ্ড প্রতাপে তা হাঁকান তিনি। লাঞ্চের পর এন্সলে এনদিলোভুকে গালি দিয়ে চার মেরে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন মিস্টার ডিপেন্ডেবল। এটি তার টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি। মুশির সবশেষ সেঞ্চুরিও জিম্বাবুইয়ানদের বিপক্ষে। গেল নভেম্বরে ঘরের মাঠে ডাবল সেঞ্চুরি করেন তিনি।

দারুণ ব্যাটিং করেন মুমিনুল-মুশফিক। জিম্বাবুয়ে বোলারদের নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলেন তারা। জমাট বেঁধে গিয়েছিল তাদের জুটি। কিন্তু হঠাৎ ছন্দপতন। এন্সলে এনদিলোভুর কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন বাঁহাতি ব্যাটসম্যান। ফেরার আগে ১৪ চারে ১৩২ রানের অনিন্দ্যসুন্দর ইনিংস খেলেন তিনি। তাতে মুশির সঙ্গে ভাঙে তার ২২২ রানের জুটি।

এ পথে অনন্য রেকর্ড গড়েন মুমিনুল-মুশফিক। এতদিন টেস্টে দুটি করে দুইশ রানের জুটি ছিল তামিম ইকবাল-ইমরুল কায়েসের। দুই মিডলঅর্ডারেরও ছিল তাই। এবার দুই ওপেনারকে ছাড়িয়ে গেলেন পয়েট অব ডায়নামো ও মিস্টার ডিপেন্ডেবল। তাদের দুইশ রানের জুটি হলো তিনটি।

পরে ক্রিজে আসেন মোহাম্মদ মিঠুন। তবে ব্যর্থ হন তিনি। মুশফিককে যোগ্য সঙ্গ দিতে পারেননি এ মিডলঅর্ডার। যদিও শুরুটা করেন ঝলক দেখিয়ে। তবে ব্যক্তিগত ১৭ রানে থেমে যান মিঠুন। শিকারী সেই এনদিলোভু।

বাংলাদেশের দলীয় এ সংগ্রহে তামিম ইকবালের অবদান ৪১ রান। আর ৭১ রানের নান্দনিক ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। রোববারই আউট হয়ে যান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button