রাজনীতি

চার ঘণ্টার বৈঠকে কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি

টানা চার ঘণ্টা বৈঠকে কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপির স্থায়ী কমিটি। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেননি নেতারা।

শনিবার  বিকেল ৪টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। চলে রাত ৮টা পর্যন্ত।

পরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং শায়রুল কবির খান জানিয়েছেন,
আজকের স্থায়ী কমিটির বৈঠক মূলতবি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে তারিখ জানিয়ে দেওয়া হবে। 
দলীয় সূত্রে জানা গেছে, দলের সাংগঠনিক পরিস্থিতি, পরবর্তী কর্মসূচি, সরকারের কার্যক্রম পর্যালোচনা, চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন এবং উন্নত চিকিৎসা, জাতীয় সংসদের দু’টি আসনের উপনির্বাচনে প্রার্থী মনোনয়ন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনসহ বিভিন্ন ইস্যু এ বৈঠকে আলোচনা হয়েছে।
  
ভিডিও কনফারেন্সে লন্ডন থেকে যুক্ত থেকে বৈঠকে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button