আন্তর্জাতিক

করোনা ভাইরাসের নতুন নাম নির্ধারণ

এখন থেকে নভেল করোনা ভাইরাসটিকে ‘নভেল করোনা ভাইরাস নিউমোনিয়া’ বা এনসিপি নামে ডাকা হবে। সাময়িক সময়ের জন্য নতুন এ নাম ঘোষণা করেছে চীন।  চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক সংবাদ সম্মেলনে এ নাম ঘোষণা করে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। এরপর থেকে এই ভাইরাসকে অনেকেই শহরটির নামে ডাকা শুরু করে। যা শহরটির বাসিন্দাদের জন্য আপত্তিকর হয়ে দেখা দেয়। তাই সাময়িকভাবে ভাইরাসটির নতুন নাম ‘নভেল করোনাভাইরাস নিউমোনিয়া’ রাখা হয়েছে।

এদিকে প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৮১১ জনে দাঁড়িয়েছে। চীনের বাইরে হংকং ও ফিলিপাইনে ১ জন করে মোট ৮১৩ জন নিহত হয়েছে। এছাড়া করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় চীনে ৮৯ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে এ রোগে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা যাওয়ার রেকর্ড।

এই ভাইরাসে চীনে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ১৯৮ জন এবং চীনের বাইরে ৩৫৪ জন। সবমিলিয়ে পুরো বিশ্বে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৫৫২ জনে দাঁড়িয়েছে।

এছাড়া চীনে শনিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত ২ হাজার ১৫২ জন রোগী সুস্থ হওয়ার কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সুস্থ হওয়ার পর তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রবিবার দেশটির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button