বিবিধ

প্লট ফ্ল্যাটের নিবন্ধন খরচ কমবে

শিগগিরই ফ্ল্যাট ও প্লটের নিবন্ধন ব্যয় কমানো হবে বলে আশ্বাস দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেছেন, ‘নিবন্ধন ব্যয় কমানোর বিষয়ে আমি নিজে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। ভেটিংও হয়ে গেছে। মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে পরবর্তী সংসদ অধিবেশন সেটি উঠবে। নিবন্ধন ব্যয় নিয়ে সমস্যা থাকছে না।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার পাঁচ দিনের রিহ্যাবের শীতকালীন আবাসন মেলার উদ্বোধন করে এ আশ্বাস দেন গৃহায়ণমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন।
শ ম রেজাউল করিম বলেন, ‘প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশনা, সেবা সহজীকরণ করতে হবে। তাই টেবিলে টেবিলে গিয়ে অনাকাঙ্ক্ষিত চাহিদা মেটাবার প্রবণতা দূর করতে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। প্রকল্প পাশ করতে ১৬টি স্তরে যেতে হতো। আমরা ১২টি স্তর বাদ দিয়ে ৪টি স্তর রেখেছি। সেখানেও হয়রানির অভিযোগ। তাই আমরা অটোমেশন পদ্ধতি চালু করেছি। পূর্ণাঙ্গ রূপ নিতে একটু সময় লাগবে। তবে এখনই অফিসে বসে কম্পিউটারের মাধ্যমে প্রকল্প জমা দেওয়া যাবে।’

মন্ত্রী বলেন, ‘রিহ্যাব সদস্যদের অভিযোগ ছিল, ভূমির ছাড়পত্র পেতে ভোগান্তির শিকার হতে হয়। উৎকোচ দিতে হয়। সেটিকে নিয়ন্ত্রণে আনতে আমরা সময়সীমা বেঁধে দিয়েছি। এই সময়ের মধ্যে ভূমির ছাড়পত্র দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়ালের সামনে দিয়ে যাওয়ার সময় নাকি বলা হতো, কিছু দিয়ে যান। যারা দিয়ে যান বলতেন—তাদের আমি বলেছি, আপনারা আমাকে পরিত্রাণ দিয়ে যান। এখন পর্যন্ত ৯০ জনের বেশি কর্মকর্তাদের আমরা ভালোবাসতে পারিনি। দুদকে দিয়েছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button