জাতীয়

বিজয়ের দিনে অসাম্প্রদায়িক দেশ গড়তে নতুন প্রজন্মের দৃপ্ত শপথ

বেলা বাড়ার সাথে সাথে স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের। শ্রদ্ধা ভালোবাসায় জাতির বীর সন্তানদের স্মরণ করে, অসাম্প্রদায়িক উন্নত দেশ গড়তে নতুন প্রজন্মের প্রতিনিধিরা নেন দৃপ্ত শপথ। মুক্তিযোদ্ধারা মনে করেন, ষড়যন্ত্র থেমে নেই। বিজয়ের দিনে পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যের আহ্বান তাদের।
দাম দিয়ে কিনেছি, বাংলা কারো দানে পাওয়া নয়। হ্যা, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন একাত্তরের বিজয়। লাখো শহীদের আত্মত্যাগে এ বিজয়ের পেছনে অন্ধকার একটি অধ্যায়, পাকিস্তানিদের শোষণ-বঞ্চনা। গোলাম করে রাখার প্রতিবাদে বাঙালির মুক্তির আকাঙ্খা। মুক্তি সংগ্রামের পথ ধরে মুক্তিযুদ্ধে আত্মত্যাগের ইতিহাস।
বিজয় আসলেও জাতিরপিতাতে স্বপরিবারে হত্যার পর সঠিক ইতিহাস জানার সুযোগ ছিল না। রাষ্ট্রক্ষমতায় স্বাধীনতার স্বপক্ষের শক্তি। নতুন প্রজন্মের এ ঢল জানান দিচ্ছে, এখন সুদিন । জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তারা জানালেন, এ প্রজন্ম শহীদদের রক্তের কাছে ঋণী। তাইতো মুক্তিযুদ্ধের চেতনায় গড়তে হবে অসাম্প্রদায়িক দেশ। হাটতে হবে উন্নয়নের পথে।
মুক্তিযোদ্ধাদের চোখেমুখে এখনো বিজয়ের আনন্দ। মানছেন, ষড়যন্ত্র থেমে নেই। চেতনায় শাণিত হয়ে পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্য দৃঢ় করার আহ্বান তাদের।
এবারের বিজয় দিবস এসেছে ভিন্ন প্রেক্ষাপটে। আগামী বছরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। আর এর পরের বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এসময়েই রাজাকারদের তালিকা প্রকাশ হওয়ায় সন্তুষ্ট অনেকেই।
স্মৃতি সৌধে ঢল নামে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের। শ্লোগান আর গানে বিজয় উদযাপন।
বেলা যতই গড়িয়েছে, বেড়েছে উপস্থিতি। শহীদ স্মরণে অনুভবে বাংলাদেশ, মননে মুক্তিযুদ্ধের চেতনা, উন্নত বাংলাদেশ গড়ার শপথ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button