খেলা

আজ শুরু তারকাসমৃদ্ধ মেজর লিগ ক্রিকেট, যা জানতে পারেন

যুক্তরাষ্ট্রে একটা ক্রিকেটযজ্ঞ শেষ হয়েছে মাত্র। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামার দিন কয়েকের মধ্যেই মাঠে গড়াচ্ছে মেজর লিগ ক্রিকেট। বাংলাদেশ সময় শুক্রবার (৫ জুলাই) রাত দেড়টায় উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এমআই নিউইর্য়ক নামবে রানার্সআপ সিয়াটল ওরকাসের বিপক্ষে।

২৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে মেজর লিগ ক্রিকেটের এবারের আসরের। নকআউটের আগে রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২১ জুলাই লিগ পদ্ধতির শেষ ম্যাচ। লিগ পর্ব শেষে ২৫ জুলাই তৃতীয় ও চতুর্থ হওয়া দল দুটি খেলবে এলিমিনেটর। দুটি সেরা দল মুখোমুখি হবে কোয়ালিফায়ারে। এলিমিনেটর জয়ী দল ২৭ জুলাই চ্যালেঞ্জার্স ম্যাচ খেলবে কোয়ালিফায়ার হারা দলের সঙ্গে। ফাইনাল ২৯ জুলাই।

প্রথম আসরের মতো এবারও মেজর লিগে ৬টি দল অংশ নিচ্ছে। এমআই নিউইর্য়ক ও সিয়াটল ওরকাস বাদে বাকি ৪টি দল হলো- লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স, স্যান ফ্রান্সিসকো ইউনিকর্ন, টেক্সাস সুপার কিংস ও ওয়াশিংটন ফ্রিডম।

ফ্র্যাঞ্চ্যাইজি ক্রিকেটে দাপিয়ে বেড়ানো বড় বড় অনেক তারকা অংশগ্রহণ করছেন এবারের আসরে। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন- সুনিল নারিন (নাইট রাইডার্সের অধিনায়ক), আন্দ্রে রাসেল, ডেভিড মিলার, কেইরন পোলার্ড (নিউইর্য়কের অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, রশিদ খান, নিকোলাস পুরান, প্যাট কামিন্স, কুইন্টন ডি কক, হেইনরিখ ক্লাসেন, ফাফ ডু প্লেসি (সুপার কিংসের অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, এইডেন মারক্রাম, মার্কাস স্টোইনিস, ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি।

প্রতিযোগিতার ২৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২টি ভেন্যুতে। ভেন্যু ২টি হলো- টেক্সাসের ৭ হাজার ২০০ ধারণক্ষমতার গ্রান্ড প্রেইরি ও নর্থ ক্যারোলিনার ৩ হাজার ৫০০ ধারণক্ষমতার চার্চ স্ট্রিট পার্ক।

Related Articles

Leave a Reply

Back to top button