মন্তব্য কলাম

ট্র্যাজেডিকিংয়ের জন্মদিনে সৌন্দর্যের রাণীর বিরিয়ানি

মানব জীবন বড়ই রহস্য ময়!মুঘলে আজম ছবিটি ভারতীয় চলচ্চিত্রের টার্নিংপয়েন্টই নয়,বলিউড কিংবদন্তীতে পরিনত করেছিলো দিলীপ কুমার মধুবালাকে।দুজনের পাঁচ বছরের প্রেমের করুন ইতি ঘটেছিলো মধুবালার বাবার স্বার্থপরতার কালো দেয়ালে।তবু তাদের শ্যূটিংস্পটে কথা না হলেও দিলীপ- মধুবালা নিজেদের প্রেমের ভাঙ্গা হৃদয়ের রক্ত ঝরিয়ে উজার করা অভিনয়ে মুঘলে আজমকে খ্যাতির শীর্ষে দিয়েছিলেন।

দিলীপের সাথে প্রেমের বিচ্ছেদে মধুবালা জেদ করে কিশোর কুমারকে বিয়ে করলেও সূখী হননি।প্রনয়ের পাঠে ৩৬বছর বয়সে ট্র্যাজিক জীবনের ইতি ঘটেছিলো।আর দিলীপ কুমার পরে সায়রা বানুকে বিয়ে করে মধুময় দাম্পত্যজীবনের সূখ ভোগ করেছেন।আজকাল প্রায় দিলীপ কুমারকে হসপিটালে ঘুরে আসতে হয়।আজ এই বলিউড কাঁপিয়ে দেয়া নায়কের ৯৭তম জন্মদিন।সায়রাবানু নিজ হাতে তার জন্য বিরিয়ানি রান্না করেছেন।

মানুষের মনোজগতের রহস্যের শেষ নেই।পাকিস্তানে জন্ম নেয়া ইউসুফ খান সিনেমায় এসে দিলীপ কুমার হন।মধুবালার আগে কামিনীর প্রেমে ও পড়েন।বৈজয়ন্তী মালাকে নিয়েও গসিপ ছিলো।সায়রা রাজেন্দ্রকুমারের সাথে প্রেম করলেও ঠিকেনি।১৬বছর বয়সে মুঘলে আজম দেখেই দিলীপ কুমারের প্রেমে মুগ্ধ।তার মাও চাইতেন দিলীপ কুমারকেই বিয়ে করুক সায়রা।১৯৬৬সালে ১১অক্টোবর দিলীপ তার চেয়ে ২২বছর কমবয়সী সৌন্দর্যের রাণীখ্যাত সায়রা বাণুকে বিয়ে করেন।দিলীপ কুমারের তখন বয়স ৪৪আর সায়রার ২২বছর।বয়সের ব্যবধান প্রেমেই সায়রা জয় করেছেন।৮০সালে সায়রাকে ছেড়ে আসমার সাথে লিভটুগেদার করে এলেও, ভারতীয় সিনেমার ট্র্যাজেডিকিং দেবদাস ছবির সফল নায়ক দিলীপ কুমার কে পরম মমতায় সায়রাই আগলে রাখেন।চলচ্চিত্র সমালোচকরা তাকে ভারতীয় সিনেমার শ্রেষ্ট অভিনেতাই মনে করেন।

শুভ জন্মদিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button