পুঁজিবাজার

দু’মাস পর ডিসএসইতে লেনদেন ছাড়ালো ৫শ’ কোটি টাকা

প্রায় দু’মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ছাড়ালো ৫শ’ কোটি টাকা। এছাড়াও সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১৩৩টির, আর ৩৩টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৭২২ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৫৬০ কোটি ৩৬ লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৮৭টির, আর ৩১টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button