জেলার খবর

নোয়াখালীতে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ

নোয়াখালীতে আওয়ামী লীগের জেলা সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের ৫০ জনেরো বেশি মানুষ আহত হয়েছে।
সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেলের অনুসারিরা মিছিল নিয়ে যাচ্ছিল। এসময় বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ একরামুল করিম চৌধুরীর গাড়ি বহর মিছিলের মুখোমুখি হয়। এসময় উভয়পক্ষ মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষ বেধে যায়। দ্রুত একরামুল করিম চৌধুরীর গাড়িটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চলে যায়।
এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং সম্মেলনের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড ভাংচুর করা হয়। ককটেল বিষ্ফোরণ ও গুলির শব্দে শহরে আতংক ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়। আহতদের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button