বাবরি মসজিদ মামলার রায়: নির্মাণ হবে মন্দির, জমি পাবে মুসলমানরা।
বাবরি মসজিদ মামলার রায়ে ভারতের সর্বোচ্চ আদালত অযোধ্যার বিতর্কিত ওই ভূমিতে একটি মন্দির নির্মাণের নির্দেশনা দিয়েছেন। এর পরিবর্তে অযোধ্যার অন্য কোনও স্থানে মসজিদ নির্মাণের জন্য ৫ একর ভূমি পাবেন মুসলিমরা। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মামলার রায় ঘোষণা শুরু করেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।
রায়ে বলা হয়, বাবরি মসজিদের স্থানে ভিন্ন একটি স্থাপনা ছিলো। তবে সেখানে রামমন্দিরও ছিলো না। রাম মন্দির-বাবরি মসজিদ সংক্রান্ত ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়ে এ কথা জানান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি বলেন, আইনকে রাজনৈতিক বিবেচনা এবং ধর্মবোধের বাইরে থাকতে হয়।
বহুল আলোচিত বাবরি মসজিদ ভিন্ন এক কাঠামোর উপর নির্মিত হয়েছিলো বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। রায়ে বলা হয়, খননে পাওয়া নিদর্শন অনুযায়ী সেখানে কোন ইসলামিক উপাদান পাওয়া যায় নি।
রায়ে বলা হয়, যথাযথ প্রমাণের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, বাবরি মসজিদের স্থানে যেসব উপাদান মিলেছে তা যে রামমন্দিরের, তা নিশ্চিত নয় ।
রায়ে রঞ্জন গগৈ বলেন, অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির নির্মিত হবে। মসজিদ নির্মানে বিকল্প পাঁচ একর জমি পাবে মুসলিমদের পক্ষের সুন্নি ওয়াকফ বোর্ড।
প্রধান বিচারপতি বলেন, আইনকে রাজনৈতিক বিবেচনা, ধর্মবোধ এবং অনান্য বিশ্বাস থেকে দূরে থাকতে হয়। এসময়, শিয়া ওয়াকফ বোর্ডের আর্জির পাশাপাশি নির্মোহী আখড়ার দাবিও খারিজ করেন তিনি।
এদিকে, সুপ্রিম কোর্টের রায়ে অসন্তোশ প্রকাশ করেছে সুন্নি ওয়াকফ বোর্ড। অপরদিকে, রায়কে স্বগত জানিয়েছে হিন্দু মহাসভা।