জাতীয়

র‍্যাবের প্যাডে সতর্কতামূলক বার্তা দিয়ে ‘গুজব’

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) এর অফিসিয়াল প্যাড ব্যবহার করে কিছু সতর্কতামূলক বার্তা দিয়ে একটি মহল ‘গুজব’ ছড়িয়েছে বলে জানিয়েছে র‍্যাব সদর দফতর।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে র‍্যাব সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ গুজবের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব সদর দফতর বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে র‍্যাব এর পক্ষ থেকে সতর্কতামূলক পোস্ট হিসেবে জনগণের কাছে খুব অল্প সময়ের মধ্যে একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেটি সম্পূর্ণ একটি গুজব। আপনারা এই ধরনের গুজবে বিশ্বাস এবং শেয়ার করা থেকে বিরত থাকুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব ফোর্সেস এই ধরনের কোনও সতর্কবার্তা জনগণকে প্রদান করে নাই। গুজব হতে সাবধান হোন, অন্যকে সাবধান থাকতে সাহায্য করবেন। তথ্য যাচাই করুন, মিথ্যে রুখে সত্য জানুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button