সভায় উপস্থিত থাকেন না দক্ষিণ সিটির কাউন্সিলররা; ২১ জনকে কারণ দর্শাতে হবে।
ডিএসসিসির ১৯ জন ওয়ার্ড কাউন্সিলর এবং ২ জন সংরক্ষিত আসনের কাউন্সিলরসহ মোট ২১ কাউন্সিলরকে কারণ দর্শাতে বলা হয়েছে।
গত ২৩ অক্টোবর ডিএসসিসি সচিবের সই করা পত্রে আগামী ৭ কার্যদিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।
৩ এর অধিক বোর্ড সভায় অনুপস্থিতি থাকার কারণে তাদেরকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে। এছাড়া ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। আর শূন্য আসনে উপনির্বাচন করার অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
পরপর তিন বা এর বেশি সভায় অনুপস্থিত থাকার কারণে যেসব কাউন্সিলরদের কারণ দর্শতে বলা হয়েছে তারা হলেন- ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মাকসুদ হোসেন (মহসিন), ৪ নম্বরের গোলাম হোসেন, ৫ এর আশ্রাফুজ্জামান, ৭ এর আব্দুল বাসিত খান, ১২ নম্বর ওয়ার্ডের গোলাম আশরাফ তালুকদার, ১৩ এর মোস্তবা জামান, ১৪ এর মোহম্মদ সেলিম, ১৮ নম্বরের জসীম উদ্দীন। এছাড়াও আছেন ২২ নম্বর ওয়ার্ডের মো: আনোয়ার পারভেজ বাদল ২৮ নম্বরের মো: হাসান ৩০ এর রফিকুল ইসলাম রাসেল ৩১ এর মো: বিল্লাল শাহ ৩২ নম্বরের মোহাম্মদ আউয়াল হোসেন ৩৬ এর ময়নুল হক মঞ্জু ৩৯ নম্বর ওয়ার্ডের মকবুল ইসলাম খান টিপু, ৪০ এর সারোয়ার হাসান ৪১ এর মো: আরিফ হোসেন ৪৬ এর মো শামীম মিয়া ৫২ এর মো নাছিম মিয়া। আর ১৩ নম্বর ওয়ার্ড থেকে রাশিদা পারভীন মানি এবং সংরক্ষিত ১৯ নম্বর ওয়ার্ড থেকে শিউলী হোসেনকে কারণ দর্শাতে বলা হয়েছে।
এদের মধ্যে অনেকেই ১০টিরও বেশি সভায় উপস্থিত ছিলেন না।