জাতীয়

গণ শপথে আন্দোলন স্থগিত করছে বুয়েট শিক্ষার্থীরা।

আগামীকাল বুধবার গণশপথের মধ্য দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
তবে চার্জশিট হওয়ার পর অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত কোনও একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না তারা।
মঙ্গলবার বুয়টেে দিনব্যাপী সভা শেষে বিকাল সাড়ে ৫টার দিকে বুয়েট শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। আন্দোলনকারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বুয়েট শিক্ষার্থী মাহমুদুর রহমান সায়েম।
তিনি বলেন, আগামীকাল বুধবার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে গণশপথের মধ্য দিয়ে ক্যাম্পাসে সন্ত্রাস ও সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে প্রতিজ্ঞাবদ্ধ হবেন তারা। তবে মাঠ পর্যায়ের আন্দোলন স্থগিত করলেও তাদের দাবিগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার কথাও বলেছেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র বলেন, আবরারের লাশকে পর্দা হিসেবে ব্যবহার করে অনেক সংগঠন নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। তারা এর মাধ্যমে ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন ও আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

আবরার হত্যার বিচারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ নজর রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন আন্দোলনকারীরা।

Related Articles

Leave a Reply

Back to top button