গণমাধ্যমফিচার

চার বছরে দেশে-বিদেশে নিউজ নাউ বাংলার স্বীকৃতি

শুরুতে ছোটো পরিসরে শুরু করলেও, পরবর্তীতে বড় বড় অর্জন লুফে নিয়েছে নিউজ নাউ বাংলা। দেশ বিদেশের নানা প্রতিযোগীতায় অংশগ্রহণ ও নেতৃত্বের দিক থেকে এগিয়ে আছে নিউজ নাউ বাংলার সাথে সংশ্লিষ্টরা। নিউজ নাউ বাংলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সেই সব অর্জনের তথ্য তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

বর্ষে পদার্পন করলো নিউজ নাউ বাংলা

২০২০ সালে ফেসবুক ও স্প্লাইস লাইটস অন এওয়ার্ড পেয়েছে পোর্টালটি। বিশ্বের ২৫টি দেশের ১৬৩ টি অনলাইন পোর্টাল থেকে নানা ধাপের যাচাই বাচ্ছাই শেষে, চুড়ান্তভাবে নির্বাচিত হয় নিউজ নাউ বাংলা । স্প্লাইস লাইটস অন এওয়ার্ড’এর জন্য ৫ টি সংবাদ সফলভাবে প্রকাশ করে বিশ্ব দরবারে সম্মান অর্জন করেছে নিউজ নাউ বাংলা।

নিউজ নাউ বাংলার সম্পাদক শামীমা দোলার অর্জন :

আইআইএমসি গণমাধ্যম অ্যাওয়ার্ড ২০২১ অর্জন শামীমা দোলা।

নিউজ নাউ বাংলার সম্পাদক শামীমা দোলার অর্জন …………………………………………………….. • আইআইএমসি গণমাধ্যম অ্যাওয়ার্ড ২০২১ অর্জন শামীমা দোলা। বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (আইআইএমসিএএ,বি) গণমাধ্যম পুরস্কার পেলেন নিউজ নাউ বাংলার সম্পাদক শামীমা দোলা। `ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য; মোটরযান চুক্তি বাস্তবায়ন হলে বাণিজ্য বাড়বে ২৫ শতাংশ'' এবং ''লাইন অফ ক্রেডিট: দ্বিপাক্ষিক সম্পর্কের অনন্য ভিত্তি'', এ দুটি বিশেষ প্রতিবেদনের জন্য এর জন্য নির্বাচিত হয়েছেন শামীমা দোলা।

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (আইআইএমসিএএ,বি) গণমাধ্যম পুরস্কার পেলেন নিউজ নাউ বাংলার সম্পাদক শামীমা দোলা। `ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য; মোটরযান চুক্তি বাস্তবায়ন হলে বাণিজ্য বাড়বে ২৫ শতাংশ” এবং ”লাইন অফ ক্রেডিট: দ্বিপাক্ষিক সম্পর্কের অনন্য ভিত্তি”, এ দুটি বিশেষ প্রতিবেদনের জন্য এর জন্য নির্বাচিত হয়েছেন শামীমা দোলা।

শামিমা দোলা

২০১৯ সালে সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশনে অংশ নেন নিউজ বাংলার সম্পাদক শামীমা দোলা। এরপর নিউজ নাউ বাংলার পক্ষ থেকে ভারত সরকারের আইটেক স্কলারশিপ অর্জন করেন তিনি।
বর্ষে পদার্পন করলো নিউজ নাউ বাংলা
  • সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউটিও’র ১২ তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিয়েছেন নিউজ বাংলার সম্পাদক শামীমা দোলা।• সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউটিও’র ১২ তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিয়েছেন নিউজ বাংলার সম্পাদক শামীমা দোলা।নিউজ নাউ বাংলার সিনিয়র রিপোর্টার ফারহানা নীলার অর্জন:

    নিউজ নাউ বাংলায় সংবাদ প্রচারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহন করে সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানের সিনিয়র রিপোর্টার ফারহানা নীলা।

  • কেলিফোর্নিয়ার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ’’Internews Let’s Talk vaccine Fellowship ‘’ অর্জন করেছেন ফারহানা নীলা।
  • বাংলাদেশে ইন্টারন্যাশনাল জার্নালিস্ট মিডিয়া’র ফেলোশিপে অংশ নিয়ে কাজ করছেন তিনি।
  • তিন বছরে দেশে-বিদেশে নিউজ নাউ বাংলার স্বীকৃতি
  • এশিয়া জার্নালিজম ফেলোশিপ ২০২২ এ নিউজ নাউ বাংলার হয়ে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছে নিউজ নাউ বাংলার সিনিয়র রিপোর্টার ফারহানা নীলা।
  • news now Bangla
  • ওয়ার্ল্ড সাইন্স জার্নালিজম ফেলোশিপ ২০২২ এ তৃতীয় স্থান অধিকার করেছে নিউজ নাউ বাংলার সিনিয়র রিপোর্টার ফারহানা নীলা।• ওয়ার্ল্ড সাইন্স জার্নালিজম ফেলোশিপ ২০২২ এ তৃতীয় স্থান অধিকার করেছে নিউজ নাউ বাংলার সিনিয়র রিপোর্টার ফারহানা নীলা।
  • বাংলাদেশ এসআরএস মিডিয়া ফেলোশিপ ২০২২ অর্জন।তিন বছরে দেশে-বিদেশে নিউজ নাউ বাংলার স্বীকৃতি
  • বাল্য বিবাহ নিয়ে অনুসন্ধানি রিপোটিং এর জন্য একশন ফর ডেভলোপমেন্ট ফেলোশিপ এওয়ার্ড ২০২১ অর্জন করেছে নিউজ নাউ বাংলার সিনিয়র রিপোর্টার ফারহানা নীলা।
  • • বাল্য বিবাহ নিয়ে অনুসন্ধানি রিপোটিং এর জন্য একশন ফর ডেভলোপমেন্ট ফেলোশিপ এওয়ার্ড ২০২১ অর্জন করেছে নিউজ নাউ বাংলার সিনিয়র রিপোর্টার ফারহানা নীলা।
  • এছাড়াও রয়টার্স  আয়োজিত মাইগ্রেশন অন রিপোর্টিং প্রশিক্ষনে অংশ গ্রহণের সুযোগ, ডয়েচ ভেলর আয়োজিত অনলাইন হ্যারেজমেন্ট এন্ড ল প্রশিক্ষনে অংশ গ্রহণ, বিবিসি মিডিয়া আয়োজিত- ডিজেবিলিটি অন রিপোর্টিং প্রশিক্ষণ। ইন্টারন্যাশনাল জার্নালিস্ট হিসেবে স্বীকৃতি অর্জন করেছে ফারহানা নীলা। তারই ধারাবাহিকতায় নিউজ নাউ বাংলার পরিচয়ে সাউথ এশিয়া আয়োজিত, Asia Democracy Chronicles- আন্তর্জাতিক ওয়েবে নিয়মিত প্রতিবেদন প্রকাশ পাচ্ছে তার।
  • এছাড়াও রয়টার্স আয়োজিত মাইগ্রেশন অন রিপোর্টিং প্রশিক্ষনে অংশ গ্রহণের সুযোগ, ডয়েচ ভেলর আয়োজিত অনলাইন হ্যারেজমেন্ট এন্ড ল প্রশিক্ষনে অংশ গ্রহণ, বিবিসি মিডিয়া আয়োজিত- ডিজেবিলিটি অন রিপোর্টিং প্রশিক্ষণ। ইন্টারন্যাশনাল জার্নালিস্ট হিসেবে স্বীকৃতি অর্জন করেছে ফারহানা নীলা। তারই ধারাবাহিকতায় নিউজ নাউ বাংলার পরিচয়ে সাউথ এশিয়া আয়োজিত, Asia Democracy Chronicles- আন্তর্জাতিক ওয়েবে নিয়মিত প্রতিবেদন প্রকাশ পাচ্ছে তার।
  • নিউজ নাউ বাংলার সিনিয়র রিপোর্টার নাজনীন লাকীর অর্জন:সাংবাদিকতার নেতৃত্বের জায়গায় ভূমিকা রাখছে নিউজ নাউ বাংলার সিনিয়র রিপোর্টার নাজনীন লাকী।
  • আইটি সাংবাদিক সংগঠন ‘‘টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ’’-এর  প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
    • সাংবাদিকতার নেতৃত্বের জায়গায় ভূমিকা রাখছে নিউজ নাউ বাংলার সিনিয়র রিপোর্টার নাজনীন লাকী। • দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটের কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র্যাক) ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির নারী সম্পাদক পদে নির্বাচিত হয়ে কাজ করেছেন নিউজ নাউ বাংলার স্টাফ রিপোর্টার নাজনীন লাকী । • বর্তমানে টাঙ্গাইল সাংবাদিক সংগঠনের নারী সম্পাদক পদে কাজ করে যাচ্ছেন নাজনীন লাকী।
    • দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটের কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির নারী সম্পাদক পদে নির্বাচিত হয়ে কাজ করেছেন নিউজ নাউ বাংলার স্টাফ রিপোর্টার নাজনীন লাকী ।
    • সাংবাদিকতার নেতৃত্বের জায়গায় ভূমিকা রাখছে নিউজ নাউ বাংলার সিনিয়র রিপোর্টার নাজনীন লাকী। • দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটের কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র্যাক) ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির নারী সম্পাদক পদে নির্বাচিত হয়ে কাজ করেছেন নিউজ নাউ বাংলার স্টাফ রিপোর্টার নাজনীন লাকী । • বর্তমানে টাঙ্গাইল সাংবাদিক সংগঠনের নারী সম্পাদক পদে কাজ করে যাচ্ছেন নাজনীন লাকী। বর্তমানে টাঙ্গাইল সাংবাদিক সংগঠনের নারী সম্পাদক পদে কাজ করে যাচ্ছেন নাজনীন লাকী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button