জাতীয়

করোনার মধ্যেই দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

মহামারি করোনা ভাইরাস বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেললেও এরইমধ্যে দেশকে এগিয়ে নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ মার্চ) বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধন ও পায়রা বন্দরসংলগ্ন রামনাবাদ চ্যানেলের খনন প্রকল্পের ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

দেশের অবকাঠামো উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক এ তহবিলে অর্থ বরাদ্দ দিয়েছে। এ তহবিল থেকে রামনাবাদ চ্যানেলের খনন কাজের জন্য প্রথম অর্থ বরাদ্দ করা হলো। পায়রা বন্দর কর্তৃপক্ষ, অর্থ বিভাগ ও সোনালী ব্যাংকের মধ্যে এ সংক্রান্ত ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়।

শেখ হাসিনা বলেন, ‘পায়রা বন্দর যখন পুরোপুরি চালু হবে, তখন একে কেন্দ্র করে গভীর সমুদ্রবন্দরও নির্মাণ করা হবে।’

সরকারপ্রধান আরও বলেন, ‘রিজার্ভের টাকাকে দেশের উন্নয়নের কাজে আমরা নিজেরা কীভাবে ব্যয় করতে পাারি, সেটাই আমরা চিন্তা করছি। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারও কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন বা এখানে যারা ইনভেস্টমেন্ট করতে আসবে, বিনিয়োগ করতে আসবে বা দেশি-বিদেশি যারাই আসুক, তাদের ঋণ নেয়ার যে প্রচেষ্টা, সেটা আমরা নিজেরা নিজেদের অর্থ থেকেই ব্যয় করতে পারি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button