ক্যাসিনো কাণ্ড: রাশেদ খান মেননসহ ৫ জনকে লিগ্যাল নোটিশ।

ক্যাসিনো ইস্যুতে সাংসদ রাশেদ খান মেনন,হুইপ শামসুল হক চৌধুরী, পর্যটন সচিব মহিবুল হকসহ ৫ জনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।
নোটিশে রাজধানীর ইয়ংম্যানস ক্লাবে র্যাব অভিযান চালালেও ক্লাবের প্রেসিডেন্ট ও সাংসদ রাশেদ খান মেননের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হয়নি তা জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর সম্মুখে পর্যটন সচিব বিদেশিদের জন্য বিশেষ ব্যবস্থায় ক্যাসিনো চালানোর বিষয়ে যে বক্তব্য দিয়েছেন- তা অসাংবিধানিক বলা হয়েছে নোটিশে।
আগামি ২৪ ঘন্টার মধ্যে এই নোটিশের জবাব না পেলে রিট আবেদন করবেন বলে জানিয়েছেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।
সংবিধানের ১৮(২) অনুচ্ছেদ অনুযায়ী জুয়া খেলা অবৈধ জেনেও চট্রগ্রামের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী জুয়ার পক্ষে যে বক্তব্য দেয়ায় তাকেও আইনি নোটিশ পাঠিয়েছেন এই আইনজীবী। হুইপের ওই বক্তব্যে তিনি গণমাধ্যমে প্রকাশ হয়, সেখানে তিনি বলেন, রাখেন জুয়া ছাড়া ক্লাব পরিচালনা সম্ভব নয়।