জাতীয়

অবৈধ সব কিছুর বিরুদ্ধেই ব্যবস্থার হুঁশিয়ারি তিন মন্ত্রীর

দলমত নির্বিশেষে মাদক, ক্যাসিনো ও জুয়াসহ সকল অবৈধ ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এ ধরনের ব্যবসা করার কোন সুযোগ থাকবে না বলে জানিয়েছেন সরকারের প্রভাবশালী তিন মন্ত্রী। এমনকি, চলমান শুদ্ধি অভিযানে দলের যে কোন পর্যায়ের নেতা যুক্ত থাকলে, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়া হবে বলে জানান তারা। বিশ্ব ব্যাক্তিগত গাড়ি মুক্ত দিবসের অনুষ্ঠােন যােগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ক্যাসিনো কোনো আইনসঙ্গত ব্যবসা নয়। শুধু ক্যাসিনো নয় কোনো অবৈধ ব্যবসা করতে দেয়া হবে না। এদিকে সচিবালয়ে, বাংলাদেশ বেতার-টেলিভিশন শিল্পী সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকে, চলমান শুদ্ধি অভিযান নিয়ে কথা বলেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এই অভিযান দলমত নির্বিশেষে সব অপরাধীর বিরুদ্ধে। অভিযনের সমালোচনা করার নৈতিক অধিকার বিএনপির নেই বলেও মন্তব্য করেন তিনি।অন্যদিকে, কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগ এর সভাপতি মন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এর সাথে সৌজন্য সাক্ষাত করেন, লেবানন এর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও বিনিয়োগ উপদেষ্টা ড.হাসান আল আলী। পরে, সাংবাদিকদের কৃষিমন্ত্রী জানান, চলমান অভিযানে, দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ হবে না। যারা সরকারের অর্জনকে ম্লান করছে, মানুষকে বিভ্রান্ত করে সীমা লংঘন করে চলেছে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানান ড. রাজ্জাক ।

Related Articles

Leave a Reply

Back to top button