জাতীয়
নির্বাচন না পেছালে ভোট বর্জন করবে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ।
এবার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ রংপুর ৩ আসনের নির্বাচন পেছানোর আবেদন করেছে। সোমবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে তারা এ আবেদন করে।
পূজা উদযাপন পরিষদের ভোট পেছানোর আবেদন নাকচ হওয়ার পর সোমবার একই আবেদনের স্মারকলিপি নিয়ে ইসিতে যায় ঐক্যপরিষদ।ঘোষিত তফসিল অনুযায়ী ৫ অক্টোবর ভোটের দিন দুর্গাপূজার মহাসপ্তমী হওয়ায় ভোটের তারিখ পুননির্ধারণের দাবি জানানো হয়েছে এতে।পরে ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, “তারিখ পেছানো না হলে সংখ্যালঘু সম্প্রদায় রংপুরে ভোট বর্জন করবে।”সিইসির কাছে দেওয়া স্মারকলিপিতেও একই কথা বলা হয়েছে।জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনে উপনির্বাচন হচ্ছে।