রাজনীতি

২১ আগস্টের শহীদ বেদীতে আ.লীগের শ্রদ্ধা

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নির্মিত বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

এসময় আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, মৃণাল কান্তি দাস, সুজিত রায় নন্দী, অসীম কুমার উকিল, ড. সেলিম মাহমুদ, হাবিবুর রহমান সিরাজ, বিপ্লব বড়ুয়া ও একেএম এনামুল হক শামীম।

এরপর আহত ব্যক্তিবর্গ এবং নিহতদের পরিবার সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। ক্রমান্বয়ে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে কৃষকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ অন্যান্য সংগঠন ও তাদের শাখাগুলোর পক্ষ থেকে বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায় বেদীতে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button