খেলা

টাইগারদের যচ্ছেতাই ব্যাটিংয়ে জয় দেখছে আফগানরা

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও লিটন-মুশফিকদের যাচ্ছেতাই ব্যাটিং। রশিদ-জহিরদের ভয়েই জুবুথুবু। ৩৯৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে হারের শঙ্কায় ধুকছে বাংলাদেশ। চতুর্থ দিন ১৩৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিন শেষ সেশনের আগে ৪ উইকেটের পড়লেও একপ্রান্ত আগলে খেলছিলেন ওপেনার সাদমান। তাকে সঙ্গ দিতে পারেননি কেউই।। দুই সেশন লড়াই চালিয়ে গেলেও তৃতীয় সেশনে আর থিতু হতে পররেননি এই বাহাতি ওপেনার। বিদায় নিয়েছেন ৪১ রানে। নতুন নামা মাহমুদউল্লাহ কিছুক্ষণ পর ফিরলে টেস্টের পরিণতিটা স্পষ্ট হয়ে গেছে। দিন শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৩৬ রান।
ডানবাম কম্বিনেশন মেলাতে গিয়ে ব্যাটিং অর্ডার একেবারেই ওলটপালট। সৌম্য নেমেছেন নিচের দিকে। ক্রিজে আছেন শূন্য রানে। সাকিব ব্যাট করছেন ৩৯ রানে। বৃষ্টির কারণে আজকেও আগে শেষ হয়েছে ম্যাচ। কাল খেলা শুরু হবে সাড়ে সকাল ৯টায়।
লক্ষ্যেটা হিমালয় টপকানোর মতোই। শুরু থেকে আফগানদের স্পিনে কাবু বাংলাদেশ। দ্বিতীয় সেশনেই ৭২ রান তুলতেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। চা বিরতির পর ফিরে শেষ টেস্ট খেলতে নামা নবীর বলে আউট হয়েছেন সাদমান। বাকিদের মতো লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন ৪১ রানে। মাহমুদউল্লাহ রশিদ খানের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন শর্ট লেগে। তিনি ফেরেন মাত্র ৭ রানে।
দিনের শুরুতেই ছলো বৃষ্টির বাধা। তাতে দুই ঘণ্টার বেশি বন্ধ ছিল খেলা। প্রথম সেশনের পরে ফের বৃষ্টি নামলে দেরি করে শুরু হয় দ্বিতীয় সেশনের খেলাও। এরপরেই দৃশ্য পাল্টাতে থাকে স্বাগতিকদের। সেশনের দ্বিতীয় ওভারে জহির খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন লিটন দাস। ৯ রানে ফেরেন তিনি। অবশ্য আগের বলেই রিভিউ নিয়ে বেঁচেছিলেন। আম্পায়ার আফগানদের কট বিহাইন্ডের আবেদনে সাড়া দিলে রিভিউ নেন লিটন। তাতে সফল হন তিনি।
এরপর নামেন মোসাদ্দেক। সাদমানের সঙ্গী হন তিনি। সেই কৌশলও কাজে দেয়নি। চায়নাম্যান জহির খানের বলে উড়িয়ে মারতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন মোসাদ্দেক।
রশিদ-জহিরদের ঘূর্নিতে কাঁপতে থাকে স্বাগতিক ব্যাটসম্যানরা। মুশফিকও বেষিক্ষণ টিকতে পারেননি। রশিদ খানের গুগলিতে লেগ বিফোর হয়ে অভিজ্ঞ মুশফিক বিদায় নেন ২৩ রানে।
আগের ম্যাচে মুমিনুল ফিফটি করেছিলেন। বড় ইনিংসের প্রত্যাশা ছিল এই টেস্ট বিশেষজ্ঞ’র কাছে। মুমিনুলও রশিদ খানের স্পিনে পরাস্ত।
তার আগে সকালে ৮ উইকেটে ২৩৭ রানে দিনের খেলা শুরু করলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি আফগানদের দ্বিতীয় ইনিংস। তড়িঘড়ি রান তুলতে গিয়ে সফরকারীরা গুটিয়ে যায় ২৬০ রানে। দ্বিতীয় ইনিংসে সাকিব ৫৮ রানে তিনটি উইকেট নিয়েছেন। দুটি করে নিয়েছেন মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button