জাতীয়

১৫ আগস্ট শুধু একটা পরিবার হত্যা নয়, দেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা হয়েছিলো: প্রধানমন্ত্রী

১৫ আগস্ট শুধু একটা পরিবারকে হত্যা নয়, দেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা হয়েছিলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহানগর আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান খুনি এবং ১৫ আগস্টের খুনের সাথে জড়িত। জিয়া খুনিদের বিচার কাজে বাধা দেয়া, তাদেরকে বিদেশী দূতাবাসে চাকরি দিয়ে পুরষ্কৃত করেছিলো।গুম খুনের সংস্কৃতি জিয়া শুরু করেছিলো মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে গুম, খুন করেছিলো ক্ষমতায় থেকে।জিয়া যদি খুনি না হয় আর বিএনপি যদি খুনিদের দল না হয় তবে টমাস উইলিয়ামকে কেন তদন্ত করতে দেশে আসতে দেয়নি সে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।বিএনপির প্রতিষ্ঠাতাই যখন খুনি তখন আর তাকে নিয়ে সাফাই গাওয়ার সুযোগ নেই। উচ্চ আদালতের রায়ে যদি জিয়ার শাসনামল অবৈধ হয় তাহলে সেই দলও অবৈধ।প্রধানমন্ত্রী বলেন, বিএনপির চরিত্রই খুনির চরিত্র। গ্রেনেড হামলা, নেতাকর্মীদেে হত্যা থেকে শুরু করে এমনকোন অপকর্ম নেই যা করেনি বিএনপি।১৫ ফেব্রুয়ারির অবৈধ নির্বাচনে বঙ্গবন্ধুর খুনি রশীদ ও হুদাকে সংসদে বসিয়ে খালেদা জিয়াও পবিত্র সংসদকে কলুসিত করেছিলো বলে উল্লেখ প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button