জাতীয়
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের জাতীয় শোক দিবস পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ মেডিকেল এসোয়িয়েশন বিএমএ
সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটি।এরপরে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যের আত্মার শান্তি কামনা দোয়া করেন নেতারা।
দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএমএ।দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এ আলোচনা সভায় বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত বাকি হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানান বক্তারা। আলোচনায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রী ড. জাহিদ মালিক। এছাড়াও অধ্যাপক মোদাচ্ছের আলী, বিএমএ সভাপতি ড. মোস্তফা জালাল মহীউদ্দীন, অধ্যাপক ড.কামরুল ইসলামসহ আরো অনেকে আলোচনায় অংশ নেন।সন্ধ্যায় বিএমএ ভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।