জাতীয়
ঢাকা-ময়মনসিংহ সড়কে যানবাহনে ধীর গতি
ঢাকা-ময়মনসিংহ সড়কে খুব বেশী যানজট না থাকলেও আছে ধীরগতি। রাস্তায় যানবাহনের অতিরিক্ত চাপে শাহজালাল বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তায় যেতে সময় লাগছে আড়াই থেকে তিন ঘন্টা।। মূলত সড়কে ট্রাক চলাচল ও গাজীপুরের বিভিন্ন কারখানা ছুটি হওয়ার সড়কের দুইপাশেই ঘরমুখো মানুষের ভিড়।।রাস্তায় গাড়ী থামিয়ে যাত্রী উঠানোর ফলে তৈরি হচ্ছে ধীরগতি।।আবার কাঙ্ক্ষিত যানবাহন না পেয়ে অনেক যাত্রীকে অপেক্ষা করতে হচ্ছে কয়েক ঘন্টা।। এর ফলে বৈরি আবহাওয়া মাথায় নিয়ে অনেক মানুষ বাড়ীর পথে রওনা হয়েছেন খোলা ট্রাকে চড়ে।।