জাতীয়
যশোরের পাঁচ ভূলোট সীমান্তে কর্তব্যরত থাকাকালীন মাদক চোরাকারবারিদের নিক্ষিপ্ত ককটেলের আঘাতে গুরুতর আহত বিজিবি’র হাবিলদার মোঃ আকমল হোসেন
গত ২৬ জুলাই ২০১৯ (শনিবার) রাতে যশোরের পাঁচ ভূলোট সীমান্তে কর্তব্যরত থাকাকালীন মাদক চোরাকারবারিদের নিক্ষিপ্ত ককটেলের আঘাতে গুরুতর আহত বিজিবি’র হাবিলদার মোঃ আকমল হোসেন ঢাকা সিএমএইচ এর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ০৯:২৫ ঘটিকায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিজিবি’র ব্যবস্থাপনায় এই বীর সদস্যদের মৃতদেহ রংপুরের মিঠাপুকুর উপজেলার খোর্দ্দকোমরপুর গ্রামে তাঁর স্বজনদের নিকট প্রেরণ এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
উল্লেখ্য, ঐদিন রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে হাবিলদার মোঃ আকমল হোসেন গুরুতর আহত হয়েছিলেন এবং একজন মাদক চোরাকারবারি নিহত হয়েছিল। এছাড়া ৪ জন মাদক চোরাকারবারি আটক, ৩ টি ককটেল ও ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছিল।