Leadরাজকূট

২৩ মার্চ সংস্কার প্রস্তাবনা দেবে বিএনপি

ঢাকা : আগামী রোববার (২৩ মার্চ) অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাবনা দিতে যাচ্ছে বিএনপি। বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বেলা ১১টায় এই বৈঠক শুরু হয়ে ১২টায় শেষ হয়।

বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও উপস্থিত ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈদেশিক নানা বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সংস্কার কমিশনের যে ঐক্যমত সৃষ্টির চেষ্টা চলছে, তা নিয়েও আলোচনা হয়েছে। এখানে কারো দ্বিমত আছে। আমরা মনে করি, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের দ্বিমত থাকার কথা না।

তিনি আরো বলেন, সংস্কার বিষয়ে যেখানে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আর যেসব বিষয়ে ঐক্যমত হবে না, সেটা সাংবিধানিক হোক, নির্বাচনকেন্দ্রীক হোক বা অন্য যেকোনো বিষয়েই হোক আমরা সেটা প্রতিটি দল নির্বাচনের সময় জনগণের কাছে নিয়ে যাব। তাদের সামনে উপস্থাপন করব। তারপর নির্বাচিত হয়ে সংসদে এসে আলোচনা, তর্ক-বিতর্কের পর তা পাশ হবে। আমাদের আলোচনাটা মোটামুটি এভাবেই হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button