হাইকোর্টের ৯ অতিরিক্ত বিচারপতির শপথ।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত ৯ বিচারপতি শপথ নিয়েছেন। সোমবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদেরকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
শপথ নেওয়া বিচারপতিরা হলেন—বিচারপতি কাজী এবাদত হোসেন, বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজল, বিচারপতি কাজী জিনাত হক, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, বিচারপতি ড. জাকির হোসেন, বিচারপতি সাহেদ নুর উদ্দিন, বিচারপতি ড. আখতারুজ্জামান, বিচারপতি একেএম জহিরুল হক ও বিচারপতি মাহবুবুল ইসলাম।
এর আগে গত ২০ অক্টোবর রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই ৯ জন বিচারপতিকে নিয়োগ দেন।
নিয়োগ পাওয়া বিচারপতিরা বিধান অনুসারে দুই বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। তবে দুই বছর অতিবাহিত হওয়ার পর কর্মদক্ষতার ওপর ভিত্তি করে তাদের স্থায়ীভাবে নিয়োগ দেবে সরকার।