খেলা

হকিতে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়।

আন্তর্জাতিক হকিতে ঐতিহাসিক জয় পেয়েছ বাংলাদেশের মেয়েরা। শ্রীলংকাকে ২-০ গোলে হারিয়ে এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক নারী হকিতে প্রথম জয়ের স্বাদ পেলো বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই শ্রীলংকার উপর চড়াও হয় বাংলাদেশের নারী হকি দল। ২৭ মিনিটে অধিনায়ক রিতু খানমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এই গোলের পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে লাল-সবুজের জার্সি ধারীরা। ম্যাচের ৫৮ মিনিটে বদলি খেলোয়াড় তানি খুশির গোলে আবারো এগিয়ে যায় বাংলাদেশ। বাকি সময়ে শত চেষ্টা করেও খেলায় ফিরতে পারেনি শ্রীলংকা। ফলে ২ গোলের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। গতকাল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ৩-০ গোলের হারে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় রিতু খানমরা।টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে আছে সিঙ্গাপুর, হংকং, শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। গ্রুপ পর্বের খেলাগুলো হবে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। টুর্নামেন্টের সেরা দুই দল আগামী বছর জাপানে অনুষ্ঠেয় জুনিয়র এশিয়া কাপে খেলার টিকিট পাবে। বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button